Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নোয়াখালী সড়ক বিভাগ ১৯৬৩ সনে এবং নোয়াখালী সড়ক সার্কেল ১৯৯৪ সনে প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী সড়ক বিভাগ, নোয়খালী সড়ক সার্কেল ও কুমিল্লা জোন, কুমিল্লা আওতাভূক্ত। এ সড়ক বিভাগে মোট ২৮টি সড়কে ৩৮৫.১৯ কিলোমিটার সড়ক আছে। তন্মধ্যে ১টি জাতীয় মহাসড়ক ৩০.১৭ কিলোমিটার, ৪টি আঞ্চলিক মহাসড়ক ৫৭.৮৩ কিলোমিটার, ২৩টি জেলা মহাসড়কে ২৯৭.১৯ কিলোমিটার এবং ১৯৫ টি কালর্ভাট,৪৮ টি ব্রীজ ও ২টি বেইলী সেতু রয়েছে।